Skip to main content

রাসূলুল্লাহ (সা.) এর পরিচয়:

By মুসলিম হিসেবে যা জানতেই হবে No Comments

তিনি হলেন: মোহাম্মদ ইবনু আব্দিল্লাহ ইবনু আব্দিল মুত্তালিব ইবনু হাশিম। আর হাশিম হলেন কোরাইশ বংশের এবং কোরাইশ হলো আরবের এবং আরব হলো ইসমাঈল ইবনু ইব্রাহীম (আ.) এর বংশের।

তিনি ৬৩ বছর জীবিত ছিলেন। নবুয়াত প্রাপ্তির পূর্বে ৪০ বছর এবং নবুয়াত প্রাপ্তির পর ২৩ বছর। তিনি মক্কার অধিবাসী ছিলেন।

আল্লাহ তায়ালা তাকে শিরক থেকে ভীতিপ্রদর্শন এবং তাওহীদ বা একত্ববাদের দিকে আহবান করার জন্য বিশ্ববাসীর কাছে  প্রেরণ করেছেন। তিনি সর্বশেষ নবী ও রাসূল। তার পরে আর কোন নবী ও রাসূল আসবেন না।

চারটি বিষয় একজন মুসলিমকে তার জীবনে বাস্তবায়ন করতেই হবে

By মুসলিম হিসেবে যা জানতেই হবে No Comments

নিম্নের চারটি বিষয় একজন মুসলিমকে তার জীবনে বাস্তবায়ন করতেই হবে:
(ক) আল্লাহ তায়ালা, রাসূল (সা.) এবং ইসলাম সম্পর্কে স্বচ্ছ জ্ঞান রাখা।
(খ) উল্লেখিত জ্ঞান অনুসারে আমল করা।
(গ) উল্লেখিত জ্ঞান ও আমলের দিকে অন্যকে দাওয়াতে দেওয়া।
(ঘ) দাওয়াতি কাজে যুলম-নির্যাতন আসলে ধৈর্য ধারণ করা।
(সূরা আল-আসর: ১-৩) ।

আল্লাহ সম্পর্কে জানা এবং তাঁর প্রতি ঈমান আনার অর্থ:

By মুসলিম হিসেবে যা জানতেই হবে No Comments

আল্লাহ তায়ালার প্রতি ঈমানের অর্থ হলো: আল্লাহ তায়ালা সম্পর্কে তিনি নিজে যা বলেছেন এবং রাসূলুল্লাহ (সা.) যা বলেছেন তা কোন ধরণের বিকৃতিকরণ, আকৃতি প্রদান, সাদৃশ্যকরণ এবং বাতিলকরণ ছাড়া হুবহু মেনে নিয়ে বিশ্বাসস্থাপন করা। (আক্বীদাহ আল-ওয়াসিতিয়্যাহ, ইবনু তাইমিয়্যাহ) ।

যেমন: “আল্লাহর হাত তাদের হাতের উপর” (সূরা ফাত্হ: ১০) । এখানে ‘আল্লাহর হাত’ এ আয়াতাংশ ঘিরে নিম্নের তাফসীর করা:

(ক) ‘আল্লাহর হাত’ এর অর্থ ‘তাঁর শক্তি’। (বিকৃতিকরণ)

(খ) কল্পিত একটি আকৃতি দিয়ে তাঁর হাতের ব্যাখ্যা দেওয়া। (আকৃতিপ্রদান)

(গ) ‘আল্লাহর হাত’ মানুষের হাতের মতো। (সাদৃশ্যকরণ)

(ঘ) তিনি হাতের প্রতি মুখাপেখী নন। (বাতিলকরণ)

উল্লেখিত চারটি তাফসীরই বাতিল বলে গণ্য হবে। সঠিক ব্যাখ্যা হলো: তাঁর হাত আছে, এ কথা বিশ্বাস করা। কিন্তু তা কি রকম আমরা তা জানি না, কারণ আল্লাহ ও তাঁর রাসূল তা বলেন নি।

error: Content is protected !!