Skip to main content

সুসংবাদ পেয়ে পাঠ করার দোয়া

By আজকের দোয়া No Comments

কোন সুসংবাদ পেয়ে নিম্নের দোয়াটি পাঠ করা:
“اَلْحَمْدُ لِلَّهِ الَّذِيْ بِنِعْمَتِهِ تَتِمُّ الصَّالِحَاتُ” (صحيح الجامع: 4/201).
অর্থাৎ: “সকল প্রশংসা আল্লাহ তায়ালার জন্য, যার অনুগ্রহে সুন্দর কাজটি সম্পন্ন হয়েছে” (সহীহ আল-জামি’: ৪/২০১) ।

কোন দুঃসংবাদ পেয়ে নিম্নের দোয়াটি পাট করা:
“اَلْحَمْدُ لِلَّهِ عَلَى كُلِّ حَالٍ” [صحيح الجامع: 4/201).
অর্থাৎ: “সর্বাবস্থায় আল্লাহ তায়ালার প্রশংসা” (সহীহ আল-জামি’: (৪/২০১) ।

চারটি বিষয় একজন মুসলিমকে তার জীবনে বাস্তবায়ন করতেই হবে

By মুসলিম হিসেবে যা জানতেই হবে No Comments

নিম্নের চারটি বিষয় একজন মুসলিমকে তার জীবনে বাস্তবায়ন করতেই হবে:
(ক) আল্লাহ তায়ালা, রাসূল (সা.) এবং ইসলাম সম্পর্কে স্বচ্ছ জ্ঞান রাখা।
(খ) উল্লেখিত জ্ঞান অনুসারে আমল করা।
(গ) উল্লেখিত জ্ঞান ও আমলের দিকে অন্যকে দাওয়াতে দেওয়া।
(ঘ) দাওয়াতি কাজে যুলম-নির্যাতন আসলে ধৈর্য ধারণ করা।
(সূরা আল-আসর: ১-৩) ।

আন্তর্জাতিক তাফসীর প্রতিযোগিতা

By গুরুত্বপূর্ণ ঘোষণা No Comments

প্রতি বছরের মতো এ বছরও রমযান মাসে বাৎসরিক ‘আন্তর্জাতিক তাফসীর প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ। যেখানে লক্ষাধিক টাকার পুরস্কার থাকবে। প্রতিদিনের তাফসীর প্রতিদিন পাঠ করে অতি সহজেই বিজয়ী হয়ে এক লক্ষ টাকার পুরস্কার কুড়িয়ে নিন।

error: Content is protected !!