Skip to main content

রমযান উপলক্ষ্যে আন্তর্জাতিক তাফসীর প্রতিযোগিতা-২০২৪

By গুরুত্বপূর্ণ ঘোষণা No Comments

“A Verse in A Day”, “সবার জন্য তাফসীর শিক্ষা” এ স্লোগানকে সামনে রেখে দৈনিক একটি আয়াতের সংক্ষিপ্ত সহজবোধ্য ব্যাখ্যা, শিক্ষা এবং আমল মৌখিক, লৈখিক এবং আধুনিক সকল প্রচারমাধ্যম ব্যবহার করে সকল পেশাজীবী নারী-পুরুষের কাছে পৌঁছে দিচ্ছে। বিগত বছর যে তাফসীর শেয়ার করা হয়েছে তার আলোকে প্রতি বছর রমযান মাসে একটি আন্তর্জাতিক তাফসীর প্রতিযোগিতার আয়োজন করা হয়। ঈদ পুনর্মিলনী এবং পুরস্কার বিতরণী উপলক্ষ্যে একটি জমকালো প্রোগ্রামের মাধ্যমে বাৎসরিক কার্যক্রমের সমাপ্তি এবং নুতন বছরের পরিকল্পনা ঘোষণার মাধ্যমে পরবর্তী বছরের কার্যক্রম শুরু করা হয়। এভাবে ২০২২ থেকে চলে আসছে। এরই ধারাবহিকতায় এ বছরও “A Verse in A Day” আন্তর্জাতিক তাফসীর প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে। এতদসংশ্লিষ্ট বিস্তারিত তথ্য নিম্নে:

প্রতিযোগিতার পুরস্কার:

প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান বিজয়ী সহ প্রথম ১০ জনের জন্য রয়েছে লক্ষাধিক টাকা পুরস্কার। এছাড়াও বিজয়ীদেরকে আন্তর্জাতিক মানের সার্টিফিকেট প্রদান করা হবে, ইনশাআল্লাহ।

গুরুত্বপূর্ণ তারিখসমূহ: 

উত্তর পাঠানোর শেষ তারিখ: 30/03/2024 (শনিবার)।

রেজাল্ট ঘোষণা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান: 20/04/2024 (শনিবার)।

প্রতিযোগিতার শর্তাবলী: 

১। সকল উত্তর অবশ্যই ‘A Verse in A Day’ এর তাফসীর থেকে হতে হবে।

২। নির্ধারিত তারিখের মধ্যে উত্তরপত্র পাঠাতে হবে।

৩। সঠিক উত্তরদাতা একাধিক হলে, মৌখিক পরীক্ষার মাধ্যমে স্থান নির্ধারণ হবে।

৪। একজন প্রতিযোগী একাধিক উত্তরপত্র পাঠালে তা বাতিল বলে গণ্য হবে।

৫। পূর্বের প্রতিযোগিতায় ১ম, ২য় এবং ৩য় স্থান অধিকারী বিজয়ীগণ এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না।

৬। প্রতিযোগিতা সংশ্লিষ্ট যে কোন বিষয়ে (AVAD) কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বলে বিবেচিত হবে।

 

আন্তর্জাতিক তাফসীর প্রতিযোগিতা

By গুরুত্বপূর্ণ ঘোষণা No Comments

প্রতি বছরের মতো এ বছরও রমযান মাসে বাৎসরিক ‘আন্তর্জাতিক তাফসীর প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ। যেখানে লক্ষাধিক টাকার পুরস্কার থাকবে। প্রতিদিনের তাফসীর প্রতিদিন পাঠ করে অতি সহজেই বিজয়ী হয়ে এক লক্ষ টাকার পুরস্কার কুড়িয়ে নিন।

মূল এজেন্ডা

আজকের কোরআনিক জ্ঞান

আজকের হাদীস

মুসলিম হিসেবে যা জানতেই হবে

আজকের দোয়া

Dhaka, Bangladesh
Sunday, 22nd December, 2024
SalatTime
Fajr5:30 AM
Sunrise6:37 AM
Zuhr11:57 AM
Asr2:57 PM
Magrib5:17 PM
Isha6:24 PM
error: Content is protected !!