Skip to main content

বাজার/ সপিং মলে প্রবেশের দোয়া:

By আজকের দোয়া No Comments

বাজার বা সপিং মলে প্রবেশের সময় নিম্নের দোয়া পড়তে হয়:

.لَا إِلَه إِلَّا الله وَحده لَا شريك لَهُ، لَهُ الْملك وَله الْحَمد، يحي وَيُمِيت بِيَدِهِ الْخَيْر، وَهُوَ على كل شَيْء قدير

অর্থাৎ: “আল্লাহ ছাড়া অন্য কোন ইলাহ নেই। তিনি এক তাঁর কোন শরীক নেই। তাঁর জন্য সকল প্রশংসা, তিনি জীবন এবং মৃত্যু দান করেন, তাঁরই হাতে সকল কল্যান। তিনি সবকিছুর উপর ক্ষমতাবান”।

ওমার ইবনু খাত্তাব (রা.) থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ (সা.) বলেছেন:  যে ব্যাক্তি উল্লেখিত দোয়াটি সপিং মলে ঢুকার সময় পাঠ করে, তার আমলনামায় এক লক্ষ নেকী লেখা হয়। (ইবনু মাজাহ: ২২৩৫) ।

শায়খ আলবানী (র.) হাদীসটি কে হাসান বলেছেন।

সুসংবাদ পেয়ে পাঠ করার দোয়া

By আজকের দোয়া No Comments

কোন সুসংবাদ পেয়ে নিম্নের দোয়াটি পাঠ করা:
“اَلْحَمْدُ لِلَّهِ الَّذِيْ بِنِعْمَتِهِ تَتِمُّ الصَّالِحَاتُ” (صحيح الجامع: 4/201).
অর্থাৎ: “সকল প্রশংসা আল্লাহ তায়ালার জন্য, যার অনুগ্রহে সুন্দর কাজটি সম্পন্ন হয়েছে” (সহীহ আল-জামি’: ৪/২০১) ।

কোন দুঃসংবাদ পেয়ে নিম্নের দোয়াটি পাট করা:
“اَلْحَمْدُ لِلَّهِ عَلَى كُلِّ حَالٍ” [صحيح الجامع: 4/201).
অর্থাৎ: “সর্বাবস্থায় আল্লাহ তায়ালার প্রশংসা” (সহীহ আল-জামি’: (৪/২০১) ।

বৈঠক শেষ করার দোয়া:

By আজকের দোয়া No Comments

বৈঠক শেষে নিচের দোয়া পাঠ করা:

“سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ أَشْهَدُ أَلَّا إِلَهَ إِلَّا أَنْتَ أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ”

উচ্চারণ: “সুবহানাকা আল্লাহুম্মা, ওয়া বিহামদিকা আশহাদু আললাইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক” ।

অর্থাৎ: “হে আল্লাহ আপনি পুতপবিত্র এবং আপনার প্রশংসার সাথে আমি সাক্ষ্য দিচ্ছি আপনি ছাড়া কোন সত্য মা’বুদ নেই, আপনার কাছে ক্ষমা প্রার্থণা করছি এবং আপনার কাছে তাওবা করছি”।

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেছেন: বৈঠক শেষে এই দোয়াটি পাঠ করলে বৈঠকে সংগঠিত সকল ভুল-ত্রুটি ক্ষমা করে দেওয়া হয়। (সুনান আল-তিরমিযী: ৩৪৩৩) । শায়খ আলবানী (র.) হাদিসটিকে ‘সহীহ‘ বলেছেন।

মূল এজেন্ডা

আজকের কোরআনিক জ্ঞান

আজকের হাদীস

মুসলিম হিসেবে যা জানতেই হবে

আজকের দোয়া

Dhaka, Bangladesh
Sunday, 22nd December, 2024
SalatTime
Fajr5:30 AM
Sunrise6:37 AM
Zuhr11:57 AM
Asr2:57 PM
Magrib5:17 PM
Isha6:24 PM
error: Content is protected !!