স্বেচ্ছাসেবক কমিটির সদস্য হতে আবেদন করুন:
“A Verse in A Day” একটি তাফসীর শিক্ষার ‘প্লাটফর্ম’, যা ‘সবার জন্য তাফসীর শিক্ষা’ স্লোগানকে সামনে রেখে দীর্ঘ প্রায় তিন বছর ধরে প্রতিদিন একটি আয়াতের সহজবোধ্য তাফসীর বাংলা ভাষাতে সকলের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে (আল-হামদুলিল্লাহ)। আমাদের সম্পর্কে আরো জানতে ক্লিক করুন: (ওয়েবসাইট)
পুরো বাংলাদেশে সরাসরি এ খেদমতের আঞ্জাম দেওয়ার জন্য যারা স্বেচ্ছায় কোরআনের খেদমত করতে চান, আমাদের খেদমতের গতিকে আরো বেগবান করার লক্ষ্যে তাদেরকে নিয়ে একটি স্বেচ্ছাসেবক কমিটি গঠন করা হবে এবং পরবর্তীতে এ কমিটি থেকে জেলা ভিত্তিক বাস্তবায়ন ও উপদেষ্টা পরিষদ গঠন করা হবে, ইনশাআল্লাহ।
যারা স্বেচ্ছায় এ মহৎ কাজে অংশগ্রহণ করতে চান, তাদেরকে নিম্নের ফরম পূর্ণ করে সাবমিট করার জন্য অনুরোধ করা যাচ্ছে: