উত্তর: সোতরা বিহীন মুসল্লীর সামনে দিয়ে গমন করা যাবে কিনা এ ব্যাপারে রাসূলুল্লাহ (সা.) বলেছেন: “যদি নামাযীর সামনে দিয়ে গমনকারী ব্যক্তি জানতো এটা তার কত বড় অপরাধ, তাহলে সে নামাযীর সামনে দিয়ে অতিক্রম করার চেয়ে চল্লিশ (দিন/মাস/বছর) অপেক্ষা করাকে উত্তম মনে করতো” (সহীহ বুখারী: ৫১০) ।
এ হাদীসের উপর ভিত্তি করে ‘ইবনু সালিহ আল-ওসাইমিন’ (র.) এর ফতোয়া হলো: সাধারণভাবে যার সামনে সোতরা নেই এমন মুসল্লীর সামনে দিয়ে গমন করা হারাম। কিন্তু নিম্নের কয়েকটি ক্ষেত্রে এ ফতোয়া শিথিল বলে গণ্য হবে:
(ক) মুসল্লী যদি কা’বার চত্তরে মাতাফের স্থানে সালাতে দাড়ায়, তাহলে তার সামনে দিয়ে তাওয়াফকারীরা গমন করলে গুনাহ হবে না; কারণ এটা মাতাফের জায়গা, এখানে মুসল্লীর সালাতের চেয়ে তাওয়াফকারীর তাওয়াফ করার অধিকার বেশী।
(খ) মুসল্লী যদি পথে সালাতের জন্য দাড়ায়। যেমন: মসজিদের দরজার সামনে সালাতে দাড়ালে তার সামনে দিয়ে গমনকারীরা গমন করলে তাদের গুনাহ হবে না; কারণ এখানে মুসল্লীর সালাতের চেয়ে গমনকারীর গমন করার অধিকার বেশী।
(গ) মুসল্লীর দৃষ্টিসীমার বাহির দিয়ে কেউ গমন করলে তার গুনাহ হবে না।
তবে সাধারণ নিয়ম হলো: মুসল্লী সালাতে দাড়ানোর সময় তার সামনে এক সাজদা পরিমাণ জায়গা রেখে কিছু দিয়ে আড়াল করে দাড়াবে।
সাম্প্রতিক প্রশ্ন এবং উত্তরসমূহ
প্রশ্ন: যার সামনে সোতরা নেই এমন মুসল্লীর সামনে দিয়ে গমন করার হুকুম কি?
প্রশ্ন: শিশুদের কপালে ‘টিপ’ দেওয়ার হুকুম কি?
উত্তর: সৌন্দর্যের জন্য জন্য শিশুদের কপালে ‘টিপ’ দেওয়া জায়েজ আছে। কিন্তু ‘টিপ’ দিলে বাচ্ছা সুরক্ষিত থাকবে এবং কারো বদনজর থেকে রক্ষা পাবে এ নিয়্যাতে ‘টিপ’ ব্যবহার করা জায়েজ নেই। এটা শিরকে আসগার হিসেবে পরিগণিত হবে।
প্রশ্ন: বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করার শরয়ী হুকুম কি?
উত্তর: আব্দুল্লাহ ইবনু আব্বাস (রা.) থেকে বর্ণিত একটি হাদীসে এসেছে, রাসূলুল্লাহ (সা.) বলেছেন: “নিশ্চয় আল্লাহ তায়ালা তোমাদেরকে নগ্নতা থেকে নিষেধ করেছেন। সুতরাং তোমাদের সংরক্ষণে নিয়োজিত সম্মানিত লেখক ফেরেশতাদের লজ্জা করো, যারা পায়খানা, স্ত্রী সহবাস এবং গোসলের সময় ছাড়া সর্বদাই তোমাদের সাথে থাকেন। যখন তোমাদের কেউ একাকী গোসল করে, তখন সে যেন কাপড়, অথবা দেওয়াল, অথবা উট দিয়ে আড়াল করে” (মুসানাদ আল-বাযযার: ৪৭৯৯) ।
এ হাদীস থেকে বুঝা যায় রাসূলুল্লাহ (সা.) বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করতে নিষেধ করেছেন। সুতরাং বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করা মাকরুহ। উলঙ্গ না হয়ে গোসল করা উত্তম।
অধিকাংশ ওলামায়ে কেরামে মনে করেন, বাথরুমে উলঙ্গ হয়ে প্রয়োজন সারা এবং অযু-গোসল করা জায়েজ। কিন্তু উলঙ্গ না হয়ে সালিনভাবে করা উত্তম।
মূল এজেন্ডা
Dhaka, Bangladesh Sunday, 22nd December, 2024 | |
Salat | Time |
Fajr | 5:30 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:24 PM |