বাজার বা সপিং মলে প্রবেশের সময় নিম্নের দোয়া পড়তে হয়:
.لَا إِلَه إِلَّا الله وَحده لَا شريك لَهُ، لَهُ الْملك وَله الْحَمد، يحي وَيُمِيت بِيَدِهِ الْخَيْر، وَهُوَ على كل شَيْء قدير
অর্থাৎ: “আল্লাহ ছাড়া অন্য কোন ইলাহ নেই। তিনি এক তাঁর কোন শরীক নেই। তাঁর জন্য সকল প্রশংসা, তিনি জীবন এবং মৃত্যু দান করেন, তাঁরই হাতে সকল কল্যান। তিনি সবকিছুর উপর ক্ষমতাবান”।
ওমার ইবনু খাত্তাব (রা.) থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ (সা.) বলেছেন: যে ব্যাক্তি উল্লেখিত দোয়াটি সপিং মলে ঢুকার সময় পাঠ করে, তার আমলনামায় এক লক্ষ নেকী লেখা হয়। (ইবনু মাজাহ: ২২৩৫) ।
শায়খ আলবানী (র.) হাদীসটি কে হাসান বলেছেন।