Skip to main content

রাসূলুল্লাহ (সা.) এর পরিচয়:

তিনি হলেন: মোহাম্মদ ইবনু আব্দিল্লাহ ইবনু আব্দিল মুত্তালিব ইবনু হাশিম। আর হাশিম হলেন কোরাইশ বংশের এবং কোরাইশ হলো আরবের এবং আরব হলো ইসমাঈল ইবনু ইব্রাহীম (আ.) এর বংশের।

তিনি ৬৩ বছর জীবিত ছিলেন। নবুয়াত প্রাপ্তির পূর্বে ৪০ বছর এবং নবুয়াত প্রাপ্তির পর ২৩ বছর। তিনি মক্কার অধিবাসী ছিলেন।

আল্লাহ তায়ালা তাকে শিরক থেকে ভীতিপ্রদর্শন এবং তাওহীদ বা একত্ববাদের দিকে আহবান করার জন্য বিশ্ববাসীর কাছে  প্রেরণ করেছেন। তিনি সর্বশেষ নবী ও রাসূল। তার পরে আর কোন নবী ও রাসূল আসবেন না।

Leave a Reply

error: Content is protected !!