বৈঠক শেষে নিচের দোয়া পাঠ করা:
“سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ أَشْهَدُ أَلَّا إِلَهَ إِلَّا أَنْتَ أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ”
উচ্চারণ: “সুবহানাকা আল্লাহুম্মা, ওয়া বিহামদিকা আশহাদু আললাইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক” ।
অর্থাৎ: “হে আল্লাহ আপনি পুতপবিত্র এবং আপনার প্রশংসার সাথে আমি সাক্ষ্য দিচ্ছি আপনি ছাড়া কোন সত্য মা’বুদ নেই, আপনার কাছে ক্ষমা প্রার্থণা করছি এবং আপনার কাছে তাওবা করছি”।
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেছেন: বৈঠক শেষে এই দোয়াটি পাঠ করলে বৈঠকে সংগঠিত সকল ভুল-ত্রুটি ক্ষমা করে দেওয়া হয়। (সুনান আল-তিরমিযী: ৩৪৩৩) । শায়খ আলবানী (র.) হাদিসটিকে ‘সহীহ‘ বলেছেন।