নিম্নের চারটি বিষয় একজন মুসলিমকে তার জীবনে বাস্তবায়ন করতেই হবে:
(ক) আল্লাহ তায়ালা, রাসূল (সা.) এবং ইসলাম সম্পর্কে স্বচ্ছ জ্ঞান রাখা।
(খ) উল্লেখিত জ্ঞান অনুসারে আমল করা।
(গ) উল্লেখিত জ্ঞান ও আমলের দিকে অন্যকে দাওয়াতে দেওয়া।
(ঘ) দাওয়াতি কাজে যুলম-নির্যাতন আসলে ধৈর্য ধারণ করা।
(সূরা আল-আসর: ১-৩) ।