ড. মো: মাসুম বিল্লাহ আল-আযহারী, তার পূর্ণ নাম আবু ত্বহা মো: মাসুম বিল্লাহ। তার পিতার নাম মো: আবুল হোসাইন (রাহি.) এবং মাতার নাম রাবেয়া বেগম (রাহি.)। তিনি পটুয়াখালী জেলার গলাচিপা থানার ইচাদী গ্রামে ১৯৮৪ শালে এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন।
তিনি নিজ এলাকাতেই সরকারী বৃত্তি সহ প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কৃতিত্বের সাথে সম্পন্ন করেন। এরপর ছারছীনা দারুস্সুন্নাত কামিল মাদ্রাসা, পিরোজপুর থেকে আলিম (উচ্চমাধ্যমিক) এবং ১৫তম বোর্ড স্ট্যান্ড সহ ফাযিল (স্নাতক) এ উত্তীর্ণ হন। অতঃপর জামেয়া-ই কাসেমিয়া কামিল মাদ্রাসা, নরসিংদী, থেকে ১৩তম বোর্ড স্ট্যান্ড সহকারে কামিল (স্নাতকোত্তর) ডিগ্রী সম্পন্ন করেন।
অতঃপর ড. আযহারী ইলমে দ্বীন অর্জনের জন্য বিভিন্ন দেশ ভ্রমণ করেন। মিশরের বিশ্ববিখ্যাত আল-আযহার ইউনিভার্সিটি থেকে ২০০৮ শালে ধর্মতত্ত্ব বিভাগে বি.এ. অনার্স এ এক্সিল্যান্ট মার্ক পেয়ে ফার্ষ্ট ক্লাস সেকেন্ড হয়ে উত্তীর্ণ হন। এরপর ২০১২ শালে মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে কোরআন-সুন্নাহ (তাফসীর) বিভাগে এম.এ. ডিগ্রী লাভ করেন। অবশেষে ২০২৩ শালে সৌদি আরবের জেদ্দায় অবস্থিত কিং আব্দুল আজীজ বিশ্ববিদ্যালয় থেকে কিতাব-সুন্নাহ (তাফসীর) বিভাগে পিএইচডি (ডক্টরেট) ডিগ্রী লাভ করেন।
ড. আযহারী শিক্ষা জীবন চলাকালেই মালয়েশিয়ার জোহর বাহরুতে অবস্থিত একটি স্কুল এন্ড কলেজ ‘সেকোলা রেনাঙ্গা-ম্যানাঙ্গা আগামা ডান তাহফীজ আল কোরআন দারুল ইরফান’ এ ২০১০ সনে শিক্ষকতা জীবন শুরু করেন। দেশে ফিরে ২০১৩ সনে ‘এসিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ’ এ গেস্ট লেকচারার হিসেবে কিছুদিন শিক্ষকতা জীবন অতিবহিত করার পর ২০১৪ সনে একটি ইংলিশ মিডিয়াম স্কুলে ‘কো-অরডিনেটর’ হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ‘বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটি’ তে গেস্ট লেকচারার হিসেবে ২০১৮ সন পর্যন্ত দায়িত্ব পালন করেন। অবশেষে ২০১৮ সনে পিএইচ. ডি. ডিগ্রী অর্জনের উদ্দেশ্যে সৌদিআরবের জেদ্দায় অবস্থিত ‘কিং আব্দুল আজীজ ইউনিভার্সিটি’ তে চলে যান। সেখান থেকে ২০২৩ সনের ৬ই জুন তাফসীর বিভাগ থেকে পিএইচ.ডি. অর্জন করে নিজের কিছু প্রোজেক্ট বাস্তবায়নের লক্ষ্যে বর্তমানে জেদ্দায় অবস্থান করছেন। হযরতের জীবনকে যেন কোরাআনের খেদমতে উৎসর্গ করতে পারেন সে জন্য দোয়া কামনা করছি।