Skip to main content

কোরআন-সুন্নাহ গবেষণা

গবেষণা’ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যা একটি জাতির উন্নয়ন, অগ্রগতি এবং শত্রুর মোকাবিলায় টিকে থাকার লড়াইয়ে খুবই তাৎপর্যপূর্ণ। কোরআনে আল্লাহ তায়ালা অসংখ্যবার মানবজাতিকে গবেষণার প্রতি উৎসাহিত করেছেন। ইসলামী সোনালী যুগের পরে প্রায় এক হাজার বছর ধরে মুসলিম সমাজে ‘গবেষণা’ নামক বিষয়টি প্রায় হারিয়ে যেতে বসছিলো। আল-হামদুল্লিাহ, একবিংশ শতাব্দিতে এসে সেই হারানো ঐতিহ্যকে মুসলিম জাতি ফিরে পেতে শুরু করেছে। ক্যামব্রীজ ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সহ সারা পৃথিবীর প্রায় সকল বিশ্ববিদ্যালয়ে ইসলামী ষ্টাডিজ নামে অনূষদ খুলে তার অধিনে কোরআন-হাদীস বিষয়ে গবেষণা হচ্ছে। এছাড়াও অসংখ্য ইসলামী বিশ্ববিদ্যালয় এবং ইসলামী গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠিত হয়ে, কোরআন-সুন্নাহ এবং সমসাময়ীক ইসলামী বিষয়ে গবেষণা হচ্ছে।

আমাদের দেশে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় পড়া এবং মুখস্থ করার বাহিরে বিষয়ভিত্তিক গবেষণার রেশ মাত্র নেই। বর্তমানে এসাইনম্যান্ট লেখার নামে যতটুকু করেছে, তা প্রয়োজনের তুলনায় খুবই নগণ্য। ফলে, দেখা যাচ্ছে একজন ছাত্র মাস্টার্স সমমানের কামিল/ দাওরা ডিগ্রী নিয়ে বের হয়েও কোরআন-সুন্নাহের গবেষণা বিষয়ে নুন্যতম জ্ঞান রাখে না। এ জন্য “A Verse in A Day” প্রতিষ্ঠানটি মাদ্রাসায় পড়–য়া ছাত্রদেরকে কোরআন-সুন্নাহ গবেষণা পদ্ধতি বিষয়ে বিভিন্ন কোর্সের আয়োজন করার প্লান হাতে নিয়েছে। যা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে, ইনশাআল্লাহ।

তাফসীরের হালাকা প্রতিষ্ঠা করা

কোরআনকে সঠিকভাবে অনুধাবন করে জীবন গড়া প্রত্যেক মানুষের উপর কর্তব্য এবং সাধারণ মানুষকে কোরআনের সঠিক ব্যাখ্যা বুঝিয়ে দেওয়া আলেমদের উপর দায়িত্ব। এ দায়িত্ব পালনের জন্যই যুগেযুগে আলেমগণ কোরআনের সঠিক ব্যাখ্যা উপস্থাপনের জন্য আপ্রাণ চেষ্টার মাধ্যমে তাফসীরের বিভিন্ন পদ্ধতি আবিষ্কার করেছেন। এ পদ্ধতিসমূহের অন্যতম একটি পদ্ধতি হলো ‘বিষয়ভিত্তিক তাফসীর’। এ পদ্ধতিতে লিখিত তাফসীর খুবই সহজ, যা সর্বস্তরের মানুষ সহজেই বুঝতে পারবে। এ পদ্ধতিতে আমার দেশের সর্বস্তরের মুসলমানদের কাছে তাফসীর পৌঁছাতে পারলে এবং পাড়া-মহল্লায় ছড়িয়ে থাকা মসজিদগুলোতে তাফসীরের হালাকা গড়ে উঠলে আমাদের সমাজের বিশাল একটি অংশ তাফসীর পড়ার দিকে ফিরে আসবে। ফলে কোরআন-সুন্নাহের সাথে তাদের একটি ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হবে, ইনশাআল্লাহ। অত্র কাজের আঞ্জাম দেওয়ার জন্য “A Verse in A Day” প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে।

মূল এজেন্ডা

আজকের কোরআনিক জ্ঞান

আজকের হাদীস

মুসলিম হিসেবে যা জানতেই হবে

আজকের দোয়া

Dhaka, Bangladesh
Sunday, 22nd December, 2024
SalatTime
Fajr5:30 AM
Sunrise6:37 AM
Zuhr11:57 AM
Asr2:57 PM
Magrib5:17 PM
Isha6:24 PM

বাৎসরিক প্রোগ্রাম

“A Verse in A Day”, “সবার জন্য তাফসীর শিক্ষা” এ স্লোগানকে সামনে রেখে দৈনিক একটি আয়াতের সংক্ষিপ্ত সহজবোধ্য ব্যাখ্যা, শিক্ষা এবং আমল মৌখিক, লৈখিক এবং আধুনিক সকল প্রচারমাধ্যম ব্যবহার করে সকল পেশাজীবী নারী-পুরুষের কাছে পৌঁছে দিচ্ছে। বিগত বছর যে তাফসীর শেয়ার করা হয়েছে তার আলোকে প্রতি বছর রমযান মাসে একটি আন্তর্জাতিক তাফসীর প্রতিযোগিতার আয়োজন করা হয়। ঈদ পুনর্মিলনী এবং পুরস্কার বিতরণী উপলক্ষ্যে একটি জমকালো প্রোগ্রামের মাধ্যমে বাৎসরিক কার্যক্রমের সমাপ্তি এবং নুতন বছরের পরিকল্পনা ঘোষণার মাধ্যমে পরবর্তী বছরের কার্যক্রম শুরু করা হয়।

শিশুদের জন্য কুরআনিক এডুকেশন কোর্স

“A Verse in A Day” এর আরেকটি আকর্শণীয় এবং খুবই গুরুত্বপূর্ণ আয়োজন হলো: কুরআনিক এডুকেশন। কুরআনিক এডুকেশনে যা থাকবে:

(ক) নুরানী, প্রি হিফ্জ শেষ করে সম্পূর্ণ কোরআন মুখস্থ করা।

(খ) কোরআনের গুরুত্বপূর্ণ সূরা ও আয়াতসমূহের অর্থ জানা।

(গ) চল্লিশ হাদীস, একশত হাদীস শেষ করে সম্পূর্ণ রিয়াদুস সালিহীন মুখস্থ করা।

(ঘ) ইসলামী তারবিয়্যাহ, দৈনিক ইসলামী আমল এবং সালাফী আক্বীদার জ্ঞান অর্জন করা।

(ঙ) বাংলার পাশাপাশি আরবী এবং ইংরেজী ভাষায় পরিপক্কতা লাভ করা।

এ কোর্সের বিশেষ বৈশিষ্ট্যগুলো হলো:

(ক) এ কোর্সে শিশু শিক্ষার্থীদেরকে পাঠ দানের ক্ষেত্রে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করা হয়।

(খ) বিদেশী ডিগ্রীধারী অভিজ্ঞ শিক্ষক দ্বারা পাঠদান করা।

(গ) ইংরেজী এবং আরবী মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা।

(ঘ) একটি শিশু নিয়মতান্ত্রিক একাডেমিক শিক্ষা শুরু করার পূর্বে তথা আট বছরে পদার্পণ করার পূর্বেই সম্পূর্ণ কোরআন এবং এক হাজার হাদীস মুখস্থ করতে পারবে।

(ঙ) ইসলামী তারবিয়্যাহ এবং বাংলা, ইংরেজী ও আরবী এ তিন ভাষায় পারদর্শী হতে পারবে।

(চ) চার বছর মেয়াদী এ কোর্স পূর্ণ করে ইংরেজী, বাংলা এবং আরবী মিডিয়াম অথবা ভার্ষণ যে কোন স্কুল/ মাদ্রাসায় প্রথম শ্রেনীতে ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন করতে পারবে।

এ কোর্সের উদ্দেশ্য হলো:

(ক) মুসলিম পিতা-মাতা এবং একটি সমাজের উপর প্রথম দায়িত্ব হলো একজন সন্তানকে জীবনের প্রথম ধাপেই ইসলামী শিক্ষা প্রদান করা, যাতে সে শয়তানের কবলে না পড়ে। আমাদের সমাজ এ মৌলিক দায়িত্ব থেকে অনেকটাই উদাসীন। একটি শিশু এ কোর্সটি পূর্ণ করলে, সে তার জীবনের প্রথম ধাপেই ইসলামী শিক্ষা গ্রহণ করতে পারবে, ইনশাআল্লাহ।

(খ) আমাদের সমাজে লক্ষ্য করছি, একজন শিশু সাধারণ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য স্কুলে প্রথম শ্রেণীতে ভর্তি হয়ে যথাক্রমে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয় শিক্ষা শেষ করে সমাজসেবা অথবা কোন একটি চাকরীতে জয়েন করে। তার মধ্যে কোন ধরণের ইসলামী শিক্ষা তথা নীতি-নৈতিকতার শিক্ষা না থাকার কারণে সাধারণ মানুষ তার থেকে উপকৃত হওয়ার পরিবর্তে বেশীর ভাগ ক্ষেত্রেই ক্ষতিগ্রস্ত হয়। একজন শিশু যদি নিয়মতান্ত্রিক একাডেমিক শিক্ষায় প্রবেশের পূর্বেই কোরআন, হাদীস এবং ইসলামী তারবিয়্যাহ এর জ্ঞান অর্জন করতে পারে, তাহলে তার দ্বারা সমাজ ক্ষতিগ্রস্ত হবে না, ইনশাআল্লাহ।

(গ) মূলত কোরআন, হাদীস, দৈনন্দিন দোয়া এবং ইসলামী বেসিক মাসয়ালা মুখস্ত করার উপযুক্ত সময় হলো শিশুকাল। যা সালফে সালেহীনদের জীবনী পড়ে বুঝতে পারি। আমাদের সমাজের অবস্থা হলো: একটি শিশু যখন মাদ্রাসায় প্রথম শ্রেনীতে ভর্তি হয়, তখন সে গতানুগতিক একাডেমিক লেখা-পড়া করে পর্যায়ক্রমে সকল ধাপ পেড়িয়ে ছাত্র জীবন শেষ করে মাওলানা, মুফতী, ডক্টর ইত্যাদি হয়ে কেউ ওয়াজের ময়দানে, কেউ ফতোয়া প্রদানের চেয়ারে, আবার কেউ শিক্ষকতার পেশায় জয়েন করে। অথচ কোরআন, হাদীস এবং সালফে সালেহীনদের কথা থেকে কোড করার মতো যথেষ্ট দলীল তার মুখস্থ ভান্ডারে না থাকার কারণে নিজে সমস্যায় পতিত হয় এবং অন্যকেও সমস্যায় ফেলে। আমাদের এ কোর্সটি একজন শিশু পূর্ণ করলে সে উল্লেখিত সমস্যায় পতিত হবে না, ইনশাআল্লাহ।

বয়স্কদের জন্য কুরআনিক এডুকেশন কোর্স

যারা শিশুকালে অথবা একাডেমিক শিক্ষাকালে ইসলামী শিক্ষা অর্জন করতে পারেনি, তাদের জন্য আমাদের বিশেষ একটি কোর্স থাকবে, যা নিম্নের বিষয়গুলো দ্বারা সাজানো হয়েছে:

(ক) সালাতে তেলাওয়াতের জন্য বিশেষ সূরা অর্থ ও সংক্ষিপ্ত তাফসীর সহ মুখস্থ করা।

(খ) ইসলামের মৌলিক বিষয়ের সাথে সম্পৃক্ত গুরুত্বপূর্ণ হাদীস অর্থ সহ মুখস্থ করা।

(গ) দেনন্দিন দোয়া মাসনুনাহ মুখস্থ করা।

(ঘ) ইসলামী তারবিয়্যাহ, দৈনিক ইসলামী আমল এবং সালাফী আক্বীদা জানা।

দৈনিক তাফসীর

“A Verse in A Day” দৈনিক একটি আয়াতের সংক্ষিপ্ত সহজবোধ্য তাফসীর বাংলা ভাষাভাষি সকলের মোবাইলে পৌঁছিয়ে দেওয়ার জন্য মৌখিক, লৈখিক এবং আধুনিক সকল প্রচারমাধ্যম ব্যবহার করে চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে WhatsApp, Telegram Channel, Messenger Group, Facebook Page, YouTube Channel এবং Website ব্যবহার করে তাফসীর সম্প্রচারের কাজ শুরু করে দিয়েছে, আল-হামদুলিল্লাহ। অচিরেই সরাসরি মানুষের দ্বারেদ্বারে গিয়ে সহজবোধ্য তাফসীরটি সকলের কাছে পৌঁছানোর জন্য কাজ শুরু করবে, ইনশাআল্লাহ।

মাসব্যাপী সংক্ষিপ্ত তাফসীর সহ খাতমুল কোরআন প্রোগ্রাম

“A Verse in A Day” প্রতি বছর ‘রমযান’ মাসে সংক্ষিপ্ত তাফসীর সহ খাতমুল কোরআন প্রোগ্রামের আয়োজন করে থাকে। যা ২০২০ ইং শালের রমযান মাসে চালু হয়ে প্রতি বছর রমযান মাসে এ প্রোগ্রামটি যথারীতি হয়ে থাকে। ভারচুয়াল এ প্রোগ্রামটি সবার জন্য উন্মুক্ত থাকে।

error: Content is protected !!